রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

পথ খু্ঁজে পাবে

প্রতিক্ষায় থাকি তুমি আসবে, তাই ঘরের দরজা খুলে রাখি। উঠানের কাছে এসে থেমে গেলে তুমি।মনে হলো পথ ভুল করেছো। না চিনেই চলে গেলে।তুমি না আসো।আমার দেহ এক সময় নীল হবে।নীল পাথরের দ্যূতি ছড়াবে তোমার ঘরের পথ পর্যন্ত । সে আলোয় তখন তুমি পথ খু্ঁজে পাবে আমাকে খু্ঁজে পাবার।তখন এসে পাথরে লিখো তোমার নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন