সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

প্রেমের কবি

গ্রীক দার্শনিক প্লেটো মনে করতেন,কবিরা মানুষের মনের যত বেহায়া আবেগ উসকে দেয় । সেই আবেগের ফলে মানুষের মাথা হয়ে যায় খারাপ।দেশের উন্নতির জন্য যা যা করা দরকার,তা না করে কাব্য পড়া দুর্বল চিত্ত মানুষেরা নিম্নগামী আবেগে মজে। আদর্শ রাষ্ট্রে কবিদের ঠাঁই নেই, তাদের নির্বাসিত করা উচিত।বিশেষ করে প্রেমের কবিদের–এইটাই প্লেটোর ফতোয়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন