বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

তোমার চোখের অশ্রু

তুমি সুন্দর করে ঘর দুয়ার গোছাও,ঝকঝকে রাখো ঘরের মেজে।পরিপাটি রাখো আলনা।বারান্দায় ঝুল পড়েনা।আসবাবপত্রে জমে না ধূলো।মাঝে মাঝে ভাবি,আমি না থাকলে তুমি এমনি করেই কি ঘরদুয়ার গোছাবে ? ফুলদানিতে সাজাবে ফুল ? কিংবা জ্বালবে সন্ধ্যা বাতি ঠিক আগের মতো করেই ? আঙ্গিনার ধুলোবালি মুছতে যেয়ে আমার পায়ের চিহ্নগুলিও একদিন মুছে ফেলবে। আমার জন্যে কে্ঁদে থাকা  তোমার চোখের অশ্রুবি্ন্দুগুলিও একদিন শুকিয়ে যাবে, মুখে ভাসবে তখন তোমার করুণ কোনো হাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন