সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

প্রথম প্রেম, প্রথম বিষন্নতা

আমি অবাক বিস্ময়ে চেয়ে দেখেছি
তুমি যমুনা নদীর তীরে দাড়িয়ে আছো
যেনো তুমি রাধা, তুমি পান্ডবদের দ্রোপদী
তুমি কৃষ্ণপক্ষের আমার স্বপ্ন
তুমি উন্মত্ত বসন্তের এক ঝরো বাতাস
চোখে তোমার হিমালয় পর্বতের কুয়াসা
তুমি চর্যাপদের মায়ময় হরিণী
আমার প্রথম প্রেম, প্রথম বিষন্নতা
শ্লেশে আর ভোগে নস্ট জলে আমি মিশিনি
ঋতুবতী মেঘ হয়ে তুমি উড়ে গেছো বসন্ত বাতাসে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন