শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

এই সমাধি তোমার নয়

দূরে বহুদূর থেকে ক্রন্দন ধবনি শোনা যায়
তুমি কখনোই ছিলেনা আমার প্রেমে অপ্রেমে
এখানে যার সমাধি রচিত হবে সে তোমার নয়
তুমি কেবল সমুদ্র চোখ লবনাক্তই করতে পারো
যে প্রেম তৈরী হয়েছিলো এক নিঃসঙ্গ সময়ে
সে প্রেমে কখনোই তুমি ছিলেনা
এখানে যার সমাধি হবে,সে আমার প্রথম সৃষ্টি
প্রথম উল্লাস,প্রথম দুঃখ প্রথম অশ্রুপাত
তুমি কেবল ক্রন্দন ধবনি শোনো একাকী
খুরতে যেওনা মাটি পা রেখোনা এর মৃত্তিকায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন