বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

বুভূক্ষু এক হরিণী

তোমার ঠো্ঁট থেকে খসে পড়ে শুষ্ক আশ্লেষ
বুক থেকে নেমে আসে পাথরের ঘর্ষণ
ভারী প্রস্তুরের আলিঙ্গনে আমি ক্লান্ত হইনা
তৃষ্ণার্ত হরিণীরা জল খায় শীতল নদীর জলে
আমিও বুভূক্ষু এক হরিণী তোমার কাছে
যে মায়া্ নাভী তলে শূল বিদ্ধ হয় অস্থির সৈনিকের
আমি আমার রক্তা্ক্ত ভ্র্রূণের ভিতর আনন্দ খু্ঁজি
পৃথিবী যে ভাবে ঘুরছে তার কক্ষপথে
 আমিও ঘুরছি তেমনি তোমার ছায়াপথে                                                                                                           মেতে থাকি প্রজন্ম জন্ম দেবার উৎসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন