শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

তুমিতো বিরহিনী নও

তুমি আমাকে না বলে দিগন্তে নেমে আসা আকাশ ছু্ঁইতে গিয়েছিলে
তুমি একা পাহাড়ের ঝর্ণাতলায় স্নান করে শীতল হতে গিয়েছিলে                                                                     পাথরে রেখেছিলে পা, জলে ভিজিয়েছিলে চোখ,মুুখ ও শরীর।
তুমি একদিন বকুল তলায় একা হেটে হেটে গান গেয়েছিলে
নীল রং শাড়ী পড়ে একাকী দাড়িয়েছিলে বিকেলের বারান্দায়
দখিনের হাওয়ায় উড়েছিলো তোমার চুল,শাড়ীর আঁচল
তুমি রাতের আধার দিয়ে একা ঢেকে রেখেছিলে তোমার মুখ
তুমিতো বিরহিনী নও,তবে কেন নিজেকে এমন একা করে রাখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন