বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

যদি চলে যাই

আসছে বসন্ত দিনে- যদি না থাকি
যদি চলে যাই যেখানে বসন্ত নেই
যদি না থাকি তোমাদের কাছে
তারপরে তো ফুল ফুটবে
পৃথিবী ঘুরবে সূর্যের চারদিক
সন্ধ্যাতারা জ্বলে উঠবে সন্ধ্যাবেলায়
আমার তখন প্রয়োজন নেই।

আমি কি জানতে পারবো
সামনে বসন্ত আসার আগেই চলে যাবো
মৃত্যু এতো ভিখারী কেন ?
দিতে চাইনা ভিক্ষা-
তবু ঘরের দরজায় চলে আসে।

 যদি চলে যাই সামনের বসন্তে
তোমরা কি মনে রাখবে- এই পাখীকে
সন্ধ্যারাতের নিষ্প্রভ এই তারাকে
আর এক কোনো বসন্ত সন্ধ্যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন