বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

নতুন আরেক পৃথিবী

তুমি আমার জীবনকে জ্যোতির্ময় করেছো।সূর্য চন্দ্র গ্রহ তারা আলোকিত হয়েছে।নদী সাগর পোতাশ্রয়ে জলের বান ডেকেছে।আমরা হেটেছি আমাদের কক্ষপথে অনন্তকাল।আমাদের প্রেম উদ্ভাসিত হয়েছে তপ্ত আগ্নেয়গিরির দাবানলে।আমাদের ভালোবাসা লুপ্ত হয় নাই।এই ব্রহ্মাণ্ডের সব আলো বাতাস আকাশ একদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে।কিন্তু আমাদের দেহ আত্মা অবিনশ্বর থাকবে। আমাদের প্রেম ধ্বংসস্তুপের উপর জন্ম দেবে আর একটা গোলাপের। যে গোলাপ সৌরভ ছড়াবে নতুন আরেক পৃথিবীকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন