রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

তুমি যতো দূরেই রাখো

আমাকে তুমি যতো দূরত্বেই রাখো
তারচেয়ে বেশী তোমাকে স্বপ্নে কাছে রাখি
উৎসবহীন সময় কাটে উদাসীনতার টেবিলে
মেঘ নেই তবু বৃস্টি নামে এই অসময়ে
জলে ভিজে যায় দু'চোখ,দুঃখও তখন জল হয়
তুমি যতোটুকু দুরত্ব তৈরী করেছো
তারচেয়ে বেশী তোমাকে অন্তরে রাখি
নিঃসঙ্গ দুপুর কেটে যায়,দুরাগত পাখির কান্না শুনে
জীবনের পূর্ণতাগুলি আজ অপূর্ণতার চাদরে ঢাকা
জীবন থেমে যায়,ক্লান্ত পথিকের পা থামে যেভাবে
তবুও চলছে জীবন যে ভাবে চলে চন্দ্র সূর্য গ্রহপথে
তুমি যতোটুকু দূরত্ব সৃস্টি করেছো
তারচেয়ে বেশী তোমাকে মায়া মমতায় বে্ঁধে রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন