মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

রাতের ব্লাক আউট

রাত্রির একাকীত্ব আমাকে অন্ধকারের মধ্যে নীল করে রাখে
আমি তোমার মধ্যে কোনো দায় দেখিনা
আমার প্রেমের সব অস্ত্র তোমার আলিঙ্গন থেকে দূরে থাকে
আমার যন্ত্রণার কোনো নিষ্কৃতি নেই
অসীমের পরে কোনো শেষ আছে কিনা জানিনা
আমার শরীর ধুসর হয়ে পড়ে থাকে রাতের চিবুকে
জীবনের সব প্রেমই কি ভুল ছিলো
আজকের রাতের ব্লাক আউট,আহত নদীর ঢেউ
তোমার মৃগানাভি তলে মিশে যেতে থাকে সব ক্লান্তি
আমি তখন নিঃশব্দতার ভিতর ঘুমিয়ে পড়ি
তোমার তন্দ্রাহীন জাগরণের বিপরীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন