বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

হে রমণী

 বসন্তরাতে যদি কোনো ভ্রমর এসে পড়ে তোমার বুকে
যদি সে ভক্ষক হয় মধুর তাকে তুমি তাড়িয়ে দিওনা,
তোমার বুকের ছায়ায় তাকে তুমি আগলে রাখো
যদি সে ধ্বংসন করে তবে তাই করুক
মায়াবী নাভীর সুবাস দিয়ে তাকে সুরভিত করো
যদি লুকিয়ে রাখতে চাও চন্দনের ঝাড়ে তবে তাই রাখো
যদি পেয়ে যাও পেশীময় কোনো যুবকের অগ্নি রশ্মি,
তবে ঝলসে ফেলো তোমার শরীরের সুবর্ণরেখা
কাঞ্চন শোভার তোমার নাভীমূলে মুক্তা ছড়াও
কাঠপোড়া রোদ্রের আগে  প্রার্থণা করো জলের
যদি দীঘির জলে পদ্ম হয়ে সিক্ত হতে চাও তাই হও
তবুও কোনো সঙ্গমের আমন্ত্রণকে ফিরিয়ে দিওনা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন