শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

স্পন্দন শুনি শরীরে

কিছু সময় আসে ভালোবাসা উন্মাতাল হয়
তোমার নম্র বুকের উপত্যাকায় মেলে রাখি চোখ
শরীর থেকে অচেনা গন্ধ ভেসে আসে
যেখানে স্বপ্ন ভেঙ্গে দমরে মুচরে যায়
মনের গভীরতা ছিড়ে টুকরো টুকরো হয়
শরীর থেকে শরীরে হয় লেনদেন
বেহিসাবী চাওয়া পাওয়া পায় পূর্ণতা
প্রাচীন জল পতনের শব্দ ভেসে আসে
স্পন্দন শুনি শরীরে,সে এক প্রগাঢ় আলোড়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন