বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

যমুনা পাড়ের মাঝি

জীবনে যশ খ্যাতি কোনাটাই হলো না। তারচেয়ে যমুনা পাড়ের খেয়া নৌকার মাঝি হতাম,অথবা কোনো জেলে।অদ্বৈত মল্লোবর্মণের তিতাস পাড়ের বাসন্তির মতো কোনো মালো মেয়েকে বিয়ে করতাম অথবা পদ্মাপারের কোন এক মালাকে। সেখানেও কপিলার মতো যৌবনবতী কারো সাথে পরকিয়া করতাম। নিঝুম চরে শেয়াল ডাকা ঘুটঘুটে অন্ধকারে রাত নামতো।বয়ে চলা নদীর শো-শো শব্দে হৃদয় কা্ঁপতো  কপিলা অন্ধকার ঘরে কেরোসিনের কুপি জ্বেলে অপেক্ষা করতো।রাতের আকাশে দেখা দিতো ভরা পূর্ণিমার চাঁদ। নিঝুম রাতে কপিলাকে নিয়ে নদীর তীর ঘেষে হেঁটে হেঁটে চলে যেতাম অনেক দূরে । উদ্দাম জনশূন্য নদীর জলে খেয়া নৌকায় ভাসতাম দু'জন।রাতভোর জ্যোৎস্নাা ঝরতো সেই কালো নৌকাটির ভিতর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন