শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

তুমি আসো বসন্ত দিনে

তোমার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ আমার প্রিয়
এই যে আনত গ্রীবা বে্ঁকে আছে প্রথমা চা্ঁদের মতো
তোমার করতল,তোমার কু্চকানো ভ্রু,গালের পাশে খয়েরী তীল
কখনো প্রিয় হয় রোদ্রের ঝিলিক মাখা ঠো্ঁট
যেখানে গোলাপের পা্ঁপড়ি ঝরে পড়ে সকাল বিকেল
আমার ভালোলাগে জলভরা চোখ
যে কা্ঁদে মেঘে কা্ঁদে বৃস্টিতে কা্ঁদে
আমার কাছে তোমার আসাটা প্রিয় হয়
তুমি আসো কখনো তপ্ত দুপুরের রোদ্রে পুড়ে
তুমি আসো কাদাজল ভেঙ্গে বূস্টিতে ভিজে
তুমি আসো বসন্ত দিনের উদ্ভ্রান্ত বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন