বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

ছোবল

রাতের অন্ধকারে কোথাও দেখা হোক
যেখানে আকাশ দেখতে পায় না মাটি
দীঘির জলে কোনো বৃক্ষের ছায়া নেই
আমাদের দেখা হোক কোনো বদ্ধ ঘরে
কাঠ চোকির উপর তুমি উন্মোচিত হও
কাল সাপের বিষাক্ত বিষ উঠবে মগজে
 আ্ঁচলে ঢাকতে পারবে না সেই ছোবল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন