বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

আগুন

নয়নে নয়ন রেখে দেখলাম তোমাকে,তুমি চাইলে অন্তর।অন্তরে অন্তর ছু্ঁয়ে ভালোবাসতে চাইলাম,চাইলে বুক।বুকে বুক রাখতেই শীতের সকালে চারদিকে আগুন জ্বলে উঠলো।আগুনের লেলিহান ছড়িয়ে গেলো দেহ থেকে দেহান্তরে।তুমি জ্বললে,আমাকেও পুড়ে ছারখার করলে।দেহ ছাই ভস্ম হয়ে আকাশে উড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন