বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

Victory Day Celebration

কাল বিজয় দিবস।কাল চলে যবো পার্কের পাশে বড়ো রাস্তার উপর।ওখানে যেয়ে বা্ঁশি বাজাবো।সে বাজাবে হারমনিকা।ছেলে উড়াবে আকাশে রঙ্গিন ঘুড়ি।বড়ো মেয়ে বাজাবে কাগজের ঝুনঝুনি আর ছোটো মেয়ে পায়ে আলতা মেখে নুপুর পড়ে রাস্তার উপর নাচবে তা ধিন্ ধিন্, তা ধিন ধিন্ তা ! তারপর আমরা ফুসকা আর বেলপুরি খাবো। সন্ধ্যায় পা্র্কে শুনবো শিল্পীদের কণ্ঠে বিজয়ের গান -
                                                                                                                                                              "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল 
জোয়ার এসেছে জন-সমুদ্রে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল 
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন