বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

তুমি একা নও

নিজেকে নিয়ে কি ভাবছো তুমি
হে রমণী হে বৃক্ষ,তুমি কি খুবই একা
তুমিতো প্রেমভূক ,হরিদ্রাভ তোমার বুক
 তোমার চিবুক,তোমার গভীর অন্তরতল
তুমি খুলে ফেলো পৃথিবীর পরিধান
এই সভ্যতা তোমার জন্যে নয়
ভিতরের সব আলো জ্বলুক ঈষাণে
তুমি একা নও,পুরুষ এখানে সত্য
রাতের সফল সঙ্গম শেষে চলে যাও
সমস্ত রক্ষণ ভেঙ্গে পরম শুদ্ধতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন