রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

তুমি হবে নদী

তোমাকেই অন্তরের মধ্যে রেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে ছিলাম।বারান্দায় দাড়িয়ে দেখেছি শ্রাবন ধারার উৎসব। কখনো সন্ধ্যা রাতে স্বপন দোলায় চলে গেছি মাধবী তলায় ,শুনেছি ঝি্ঁঝি্ঁ পোকাদের গান।সেখানেই দাড়িয়ে কতো যে চুম্বন আমরা এ্ঁকেছি । আমরা দেখেছি নদী, ভেসেছি জলে উন্মত্ততায়।প্রেমের পূর্ণতার জন্য, তুমি হয়েছিলে উত্তাল এক সাগর,আমি হয়েছিলাম তার অবাধ্য জল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন