সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

ঝরে পড়ুক স্বেদ বিন্দু

মধ্যরাতে চা্ঁদ ডুবে যায়, তারাও ডুবে যায় কৃষ্ণগহ্বরে
তোমার শরীর ডুবে থাকে আলো আ্ধা্ঁরের ছায়াতলে
কে্ঁপে ওঠে আকাশ,কেঁপে ওঠে বুক,কে্ঁপে উঠি আমি
 ঠো্ঁটের বিষাক্ত লালা লেগে থাকে সাপের ফনায়
তুমি উন্মোচন করো, দেখাও কিংবদন্তীর কারকার্য
দেখাও রূপ রহস্য লুকিয়ে আছে দেহের ভাজে ভাজে
আমার লোহিত কনা ঊষ্ণতায় জ্বলতে থাকে
কামাতুর বাজপাখী শিকার খো্ঁজে নিশীথ রাতে
 অবদমনের জল প্রবাহিত হয় তোমার শরীরে থেকে
আমি ভালোবাসি তোমার যতো অসংলগ্ন অসংযম,
তুমি ধ্বস্ত হও,নিংড়ে নিংড়ে ঝরে পড়ুক স্বেদ বিন্দু।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন