শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

এই জীবন,এই পথ

ঘর হতে বেরিয়ে আলোতে এসে দাড়াই।বাইরে এতো আলোর ছ্বটা, ঝলমল করছে বৃক্ষরাজি,অ্ট্টালিকা,পশু,পাখী, পাহাড়,নদী,সাগর ।মনে হচ্ছে এই আলো মেখে পরিপূর্ণ করি আমাদের জীবন।আমাদের স্বপ্ন দেখা শেষ হয় নাই, জীবন পরিপূর্ণ হয় নাই। আমার সাথে তো একজন সাথী আছে, সে এখনো আমার হাত ধরে আছে। যে আলো আজ দেখছি সে আলোয় দু'জনে মিলে পথ চলে যেতে পারবো অনেক দূর। জীবন কোথাও শেষ করতে চাইনা। পথ চলাও না।এই জীবন,'এই পথ কোনো দিন যেন শেষ না হয়।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন