বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

রক্তাক্ত হয় ডাহুকের পালক

অপেক্ষায় থাকি  চা্ঁদের আলোয় দেখবো তোমাকে
 দেখবো তোমার শাড়ির আ্ঁচল তুলে পিঠের আ্ঁচিল
দেখবো কালো তিলক যেখানে আছে, খু্ঁজবো বাটি চালিয়ে
 রমণীর কাছে কবিরা পরপুরুষ, প্রেমভোগী প্রজাপতি
ভালোবাসে পরকীয়া চা্ঁদের আলোয় একাকী-
নরম মাংসের শরীর শুয়ে আছে গ্রীবা বা্ঁকিয়ে নদীর মতো
ঝরে জ্যোৎস্না কা্ঁপে বসন্তের বাতাস দিগ্বিদিগ ঊর্ধশ্বাসে
 ভালোবাসি কলাবতী নারীর শরীর করি প্রণাম পত্রপল্লবে
দেখি তার ভোগচিহ্ন,যখন রক্তাক্ত হয় ডাহুকের পালক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন