বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

বালিকার সুখ দুঃখ

জানতাম না কি ভাবে প্রেম করে, সে পাঠ তুমিই দিলে প্রথম
জানতাম না কেন মুখে শ্লেশ তৈরী হয়,শুস্ক হয়ে েযায় ঠো্ঁট,
জানতাম না রজঃক্রিয়া কি,কেন হয়- কেনই বন্ধ হয়ে যায়
এক শরীরে এতো রহস্য এসব জানতাম না এই অবুঝ আমি
কবে কি ভাবে মায়াবী পর্দা ছি্ঁড়ে রক্তাক্ত হয়েছিলো অকস্মাৎ
তাও জানিনা- হয়েছিলো বা ঋতুকালীন কোনো এক অসময়ে।

একাকী একজন মানুষ কি ভাবে আরেক অস্তিত্বে মিশে যায়
রাজহংসী কিভাবে সা্ঁতার কাটে দীঘিতে,কি ভাবে জলে ভাসে
কি ভাবে শরীর ভিজাতে হয়,কিভাবে খেতে হয় জল,তাও শেখালে
ছিলাম আমি বালিকা,হয়ে উঠি যুবতী তোমার স্পর্শের উৎসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন