বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

তুমি চলে গেলে

তোমাকে শেখালাম,স্বপ্নের ভিতর কিভাবে ভালোবাসতে হয়
কিভাবে শিকারী শিকার করে ,কিভাবে ডাহুক হয় তীরবিদ্ধ
কিভাবে আগুন জ্বালাতে হয় দিয়াশলাই দিয়ে চন্দন কাঠে-
সভ্যতা কিভাবে ভাঙ্গে,কিভাবে ভাঙ্গতে হয় পূর্বপুরুষদের ঐতিহ্য !

এরপরেও কি ভালোবাসা গান হয়ে উঠবেনা,তুমি চলে গেলেও ?
ছাতিম তলায় বসে উষ্ণতায় যে দুপুর গড়িয়ে বিকেল হয়ছিলো
এক লহমায় তা কি সব ম্লান হয়ে যাবে ?
 তুমি চলে যাবে,উত্তরাধিকারের কোনো দায় না মিটিয়েই ?

কতো প্রেমইতো ব্যর্থ হয়, স্মৃতিতে ঝরে পড়ে শিশির
সূ্র্যরশ্মি ম্লান হয়, মন্দিরের ঘন্টাধ্বনি থেমে যায়
তুমি চলে গেলে দীর্ঘশ্বাস ক্লান্ত হয়,গোপনে ভাঙ্গতে হয় হৃদয়
এতো কিছুর পরেও কি আমাদের প্রেম স্বর্গীয় হয়ে উঠবেনা  ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন