বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

গীত ও সংগীত

রাতের নির্জনতায় অন্তর মহলের দরজাটা খুলে দাও।এই তো তুমি আছো, তোমার মতো করে। হৃদয় ভরে নিয়ে শিউলি আর চন্দনের গন্ধে ! সব দুঃখকে ভুলে দিতে পারো তুমি। আমি চাই বাগদাদের একটি রাত অথবা রাজস্থানের একটি সকাল।যেখানে রাতের ভলোবাসা শরাব আর সাকীতে বিভোর থাকে এবং সকালবেলা ধবনিত হয় মীরা বাঈয়ের কণ্ঠে প্রভুর জন্যে গাওয়া গীত ও সংগীত  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন