সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

নীল নীল- নীল আকাশ

দিনের বেলায় অনেকটা অসময়ে ঘুমিয়ে যাই।ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ছেলেবেলার।সাবানের ফেনায় ফু্ঁ দিয়ে শতো শতো বেলুন উড়িয়ে দিচ্ছি আকাশের দিকে।উড়ে যাওয়া বেলুন দেখতে দেখতে- ঘুম ভেঙ্গে যায়।ঘুম ভেঙ্গে শুনতে পাই ঘরের কার্নিশে বসে একটি কাক কা-কা করে ডাকছে।ডাকটা কর্কস মনে হলোনা।ওতো পাখী,এটি ওর কথা, কান্নাও হতে পারে। খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকাই, নীল নীল মেঘে ঢাকা নীল আকাশ দেখতে পাই।আহা ! পাখি কিংবা মেঘ হয়ে যদি উড়ে যেতে পারতাম। মনে মনে ভাবি- এই জীবনের চেয়ে আকাশের ঐ নীল মেঘ হয়ে থাকা অনেক ভালো ! নীল মেঘেই যেন জীবনের সৌন্দর্যগুলি লুকিয়ে আছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন