শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

সা্ঁতার কাটি রাজহংসের মতো

পরম মমতায় কাছে টেনে করেছো চুম্বন
ঢেলেছো লালা জিহবা থেকে ঝর্ণাধারার মতো
গলার মাদুল ঝুলেছিলো উদোম বুকের মধ্যখানে
দুদিকের প্রজ্জ্বলিত শিখায় ্জ্বলছিলো কালো দুই বিন্দু
আলিঙ্গনের উত্তাপে পুড়ছিলো পর্বতমালা
তুমি টানতে থাকো নাভিতলের দিকে
যেখানে জলে ভেসেছে,যেখানে প্লাবন হয়েছে
যেখানে রাজহংস কাটবে সা্ঁতার
তুমি তখন মৎস্য কন্যার মতো উন্মূল পাখা মেলো
চরম উত্তেজনায় কাছে টানো যেনো আমি জলে ডুবি
যেনো আমি সা্ঁতার কাটি রাজহংসের মতো উন্মত্ততায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন