শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

কথা ছিলো

কথা ছিলো- আমাদের ভালোবাসার কথা কবিতায় বলা হবেনা
যমুনার তীরে কাশবনের বালিয়ারীতে পড়েছিলো শয্যা চিহ্ন
ডিঙ্গি ভাসিয়ে সারারাত ভেসেছিলাম আমরা জলে
আধার বিদীর্ণ করে জোনাকিরা জ্বেলেছিলো আলো
কথা ছিলো- সেই জোনাক জ্বলা রাতের কথা কবিতায় বলা হবেনা।
স্বপ্নভূক চা্ঁদ ডুবেছিলো মেঘে,লুব্ধক হারিয়েছিলো নৈঋতে
আমরা হারিয়েছিলাম রাতের নির্জন অন্ধকারে কাশঝা্ঁরে
শিয়াল বাজপাখী বু্ঁনো হাস দিয়েছিলো আমাদের পাহাড়া
আমরা রাতকে করেছি কুটিকুটি,তারাদের পাঠিয়েছি মেঘে
ভালোবাসায় শরীর ভেঙ্গেছি,শীৎকারে কে্ঁপেছে হৃদয়
কথা ছিলো- আমাদের সেই ভাঙ্গনের কথা কবিতায় বলা হবেনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন