বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

ভোরের আলোর জন্য

রাতের নির্জনতার মধ্যেই ঘুম ভেঙ্গে যায়।এখনও সকাল হওয়ার বাকি। চোখ বন্ধ করে রাতের শব্দ শুনছি। চারিদিকের অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করছে, যেন গ্রাস করছে আমার সমস্ত সত্তাকে।বুকের ওপর দুটো হাত রেখে চেষ্টা করি চোখ খুলতে, তখনই চোখ চলে যায় জানালার ওপারে আকাশের দিকে।একঝাঁক তারা সেখানে মিটমিট করে জ্বলছে। তারাদের আলোতে অন্ধকার কিছুটা কেটে আসে।এখন শুধু অপেক্ষা,এই রাত শেষ হওয়ার, অপেক্ষা করছি ভোরের আলোর জন্য!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন