শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

আনন্দ কোথায় আছে

আমাকে ডাকছে ঘর
প্রেম ছু্ঁইতে চায় আকাশ
কোথায় শব্দ হচ্ছে জলপতনের
জলের মধ্যে প্রেম খু্ঁজি
নাভিতলে কিসের এতো নৈঃশব্দ
কোথায় আলো জ্বলে
কোথায় লুকিয়ে থাকে নীলাভ প্রেম
আনন্দ চাই চতুর্দিক থেকে
যন্ত্রণারা লুপ্ত হোক অতল গহবরে
এতো প্রেম এতো জল ভরেছে জীবন
আনন্দ কোথায় আছে কোন উচ্চতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন