শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

নাফ নদীর কান্না

 আরাকান,জ্বলছে রাখাইন,জ্বলছে মংডু,জ্বলছে
 রোহিঙ্গাদের,মারছে রোহিঙ্গা,গণহত্যা চলছে
ধর্ষিত হচ্ছে তরুণী,যুবতী,দাসী,যৌনকর্মী
রক্তে ভাসছে কালাদান,লেশ্রু,মায়ু নদী
রক্ত গড়িয়ে  নামছে সাবরিনি,কাইন দিয়ে
লুসাই পাহাড় দেখছে গণহত্যার বিভৎসতা,
ইয়োম পর্বতমালা শুনছে রোহিঙ্গাদের গগনবিদারী কান্না                                                                                 নারী শিশুর আর্তনাদে ভারি হয়েছে লংগিয়েতের বাতাস
রোহিঙ্গাদের দীর্ঘশ্বাসে বিষন্ন পেরিসের আকাশ।

ছি! অংসান সূচি ! কি লজ্জা ! কি শান্তির ছো্ঁয়া তোমার নভেল পদকে
পদদলীত করি তোমার পুরস্কার,তুমি শুনে যাও এসে নাফ নদীর কান্না,
এই যে এতো মৃত্যু এখানে এই উপত্যাকায়
কোথায় এ্যামনেস্টী ? কোথায় জাতিসংঘ ? মানবধীকার ধ্বজাধারী্রা ?
ধিক্কার মুসলিম জাহান, আহা ! কোথায় পাকিস্তান ?
কোথায় আরব বিশ্ব ? কোথায় ইরান,তুরান, আফগানিস্তান ?
ছি! ধিক্কার দেই,অভিশাপ দেই,থুথু দেই তোদের চোখে মুখে।

নাফ নদী দিয়ে ভেসে আসা লাশ দাফন করতে হবে আমাদেরকে
নাফ নদী দিয়ে ভেসে আসা মানুষের কান্না থামাতে হবে আমাদেরকে
যতো দায় যেনো আমাদের, বাংলাদেশের, এ দেশের মানুষের !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন