বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

আকাশ ছো্ঁয়ার স্বপ্ন

একবার দার্জিলিং এ যাবার পথে আমরা কার্সিয়াং নেমেছিলাম।পাহাড়ের গা কেটে রাস্তা। সেই রাস্তার উপর দাড়িয়ে দূরের পাহাড় দেখছিলাম।পিছেনেও পাহাড়,সামনেও পাহাড়,মাঝ দিয়ে ছড়ার মতো নদী।আমরা যে জায়গাটাতে দাড়িয়ে ছিলাম,একটু পা বাড়ালেই গিরি খাদ।পাহাড়ের ফা্ঁক দিয়ে দূরের নীল আকাশ দেখা যায়।এমন নৈসর্গিক ও স্বর্গীয় জায়গায় দাড়িয়ে ওকে বললাম- চলো,আমরা পাহাড়ের উপরে ঐ নীল আকাশ ছু্ঁইয়ে আসি।সে বললো- এটা কেবলই স্বপ্ন।আমি বললাম,তাহলে নীচে ঐ গিরি খাদে ঝাপ দিয়ে পাতালপুরী দেখে আসি।ও তখন বললো, এটা পারবে,এখানে মৃত্যু আছে।আমি তখন বললাম- আমি তোমাকে নিয়ে পাহাড়ের উপর আকাশ ছো্ঁয়ার স্বপ্নই দেখতে চাই, এতে করে গিরি খাদে পড়ে যদি আমাদের মৃত্যু হয়, তবে তাই হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন