রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

'Have a nice day'

 একটি তথ্যচিত্রের প্রয়োজনে ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তার।তাই তিনি তাড়াহুরোও করছিলেন। ডাঃ মাথুর এসেছিলেন প্রাত্যহিক শরীর চেক আপ করতে। করেছিলেনও তিনি,সবই ঠিক ছিলো। ডাঃ মাথুর এবং সে এক সাথেই বেড়িয়ে আসেন। ডাঃ বিদায় নিয়ে চলে যান তার গাড়ির দিকে, ইন্দিরাজি ডাঃ মাথুরকে - 'Have a nice day' বলেই লনে হাটতে থাকে। ঠিক তখনই বিয়ন্ত সিং এর স্টেন গান থেকে এক ঝা্ঁক গুলি এসে লাগে তার বুকে। ১ নং সফদর জং রোডের বাড়ীর উদ্যানের সবুজ ঘাস তখন নিমিষেই লাল হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। বা্ঁচাবার সব চেস্টা ব্যর্থ হয়ে যায়।তার জীবন প্রদীপ আগেই নীভে গিয়েছিলো।
ইন্দিরাজি আমাদের মুক্তিযুদ্ধের অংশ ছিলেন।অাজ ৩১ অক্টোবর, বিয়োগান্তক ও বিষাদের এই দিনে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন