সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

লাবণ্য কথা

একটা  ঘোরের মধ্যে ছিলাম সে রাতে। ঘুমও আসছিলো না, স্বপ্নও আসছিলো না। মনে পড়ছিলো শিলং পাহাড়ের কথা, লাবণ্যের কথা, কেতকীর কথা। মনে খো্ঁচা দিচ্ছিলো অমিতের সেই উক্তিটি, 'লাবণ্যের সাথে তাঁর প্রেম যেন ঝরনার জল - প্রতিদিনের ব্যবহারের জন্য নয়। আর কেতকীর সাথে সম্পর্ক ঘড়ায় রাখা জল- প্রতিদিন পানের উদ্দেশ্যে।' এই কথাটি কিছুতেই মানতে পারছিলাম না। কবে কখন ক্ষণকালের জন্য কে একজন এসেছিলো জীবনে। সেই কিনা হয়ে গেল ঝর্ণার জল।আর যে করছে ঘর,যে আছে সংসারে, সুখ আর দুঃখে,যার সাথে রচিত হচ্ছে প্রতিদিনের আখ্যান ,সেই কিনা হয়ে গেলো ঘড়ার জল ! লাবণ্য,তোমরা যেথায় আছো,সেথাই থাকো,হয়ে থাকো এক বিন্দু নয়নের জল । যে আছে আমার ঘরে, সে হয়ে থাক অতলান্ত সাগরের স্বচ্ছ নীল জল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন