সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বিদর্ভ নগরীর রাজপুত্র

একদিন সন্ধ্যা রাতে রুমের সব আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ি।ভাবলাম অসময়ই একটা ঘুম দেবো।কিন্তু ঘুম আর এলোনা।মনে হলো রুমটা যেন একটা বিদর্ভ নগরী। আমি যেনো এর রাজপুত্র।বনলতা সেনের কথা খুব মনে হচ্ছিলো।যদি সে আসতো রাজকুমারী হয়ে এই রাতে,যদি পাখীর বাসার মতো চোখ তুলে দু'দন্ড কথা বলতো ! সেই কবে ক্লাসে ডঃ মনিরুজ্জামান স্যার পড়িয়েছিলেন বনলতা সেন।স্যার হাসির স্থলে কৌতুক করে বলেছিলো, এ এক রহস্যময়ী নারী।একে বুঝতে হলে এক জীবন লাগবে। স্যার তার এক জীবন শেষ করে পরপারে চলে গেছেন। আমারও এক জীবন শেষের দিকে। কিন্তু এই বনলতা সেনকে আজো বোঝা হলো না।যাকে বুঝতেই পারলাম না, তাকে পাবো কি ভাবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন