শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

স্বপ্নে তুমি অস্তিত্তে তুমি

কাল রাতে ছিলো চন্দ্রগ্রহণ,যখন গ্রহণ হয় তখন ছিলাম স্বপ্নে
তুমি গ্রহণেও আছো,তুমি অগ্রহণেও আছো
তুমি শোর্যেও আছো,তুমি ধৈর্যেও আছো
তুমি কাছে থাকলেও স্বপ্ন আসে,কাছে না থাকলেও আসে
যখন একা ছিলাম তখনো স্বপ্নে ছিলে তুমি
এখন তুমি আছো তারপরেও স্বপ্নে জড়িয়ে থাকো তুমি
একাকীত্বেও তুমি, যুগলেও তুমি
জাগরণেও তুুমি স্বপ্নের মধ্যেও তুমি
আমার সকল অস্তিত্তের মধ্যে এ কেমন থিতু তোমার !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন