মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

ইনসাফ কা তারাজু'

 আশির দশকে একটি হিন্দী সিনেমা দেখেছিলাম নাম 'ইনসাফ কা তারাজু'। সিনেমাতে রাজ বাব্বর  জিনাত আমানকে ধর্ষণ করেছিলো। এজন্যে আদালতে জিনাত আমান বিচার চেয়েছিলো।কিনতু  বিচার সে পায় নাই। আইনের ফা্ঁকফোকরে বিচারক সেদিন রাজ বাব্বরকে খালাস দেয়। বিচারের বানী সেদিনই নিরবে কে্ঁদে উঠেছিলো। লম্পট রাজ বাব্বর প্রশ্রয় পেয়ে যায় এবং পরবর্তীতে জিনাত আমানের ছোটবোন পদ্মিনী কোলাপুরীকে ধর্ষণ করে।এবার আর জিনাত আমান আদালতে বিচার চাইতে যায় নাই।সে একটি গুলি ভর্তি বন্দুক ম্যানেজ করে। প্রেমজালে টোপ ফেলে রাজ বাব্বরকে একদিন বাড়ীতে ডেকে নিয়ে আসে।রাজ বাব্বর তখন সি্ঁড়ি বেয়ে দোতালায় উঠছিলো । জিনাত আমান  পিছন দিক থেকে গুলি করতে থাকে রাজ বাব্বরের পায়ে। প্রথমে একপায়ে তারপর আরেক পায়ে। সিড়ি দিয়ে ন্যাংরাইতে ন্যাংরাইতে  রক্তাক্ত অবস্থায় রাজ বাব্বর জিনাত আমানের পায়ের কাছে এসে পড়ে। জিনাত আমান আবারও গুলি করে ,গুলি লাগে পেটে।ফের গুলি করে এবার লাগে বুকে। রাজ বাব্বরের জান একসময় নিকাল হয়ে যায়।

আমাদের জায়া জননীদের বলছি-  বদরুইলাদের বটি দিয়া কোবান শুরু করেন। দেখবেন কোনো বদরুইলা ভবিষ্যতে আপনাদের ছায়ার কাছেও যেতে সাহস পাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন