বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

এই মেঘলা দিনে

সকালটা যেমনটি দেখেছিলাম এখন তা নেই।এখন দেখছি বৃষ্টি। একদম দয়িত/দয়িতাকে জড়িয়ে শুয়ে থেকে ঘুমুবার মতো বৃষ্টি। ফেসবুকেও তেমন কোলাহল দেখছি না। তার চেয়ে YouTube এ হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনা যাক-
এই মেঘলা দিনে একলা,ঘরে থাকেনা তো মন ,কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।...... .আজ আমি ক্ষণে ক্ষণে,কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন।.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন