শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

ঘরহীন ঘরে

মেঘ বৃষ্টির সা্ঁজ রাত,মনে হচ্ছে যেন মধ্যরাত
ফুটপাত ধরে হাটছি,ছিটে বৃষ্টিতে ভীজে যাচ্ছে সার্ট
বিদ্যুৎ চমকাচ্ছে,হৃৎপিন্ড কে্ঁপে উঠছে
হাতে সিগারেট,নিকোটিন পুড়ে হচ্ছে ছাই
ডাস্টবিনের উচ্ছিষ্টের কাছে ঘেউ ঘেউ করছে দুইটি নেড়ী কুত্তা।
ভাবছি যে কি ! আমারতো আছে ঘরহীন ঘর,চাল নেই,চুলো নেই
ঘরে যেয়ে দিয়াসলাই জ্বেলে আলো জ্বালাতে হবে আমাকেই
স্কুল রোডের ছাপড়া হোটেলে বসে রুটি আর গরম চা খেয়ে নেই।
পথে নেমে আবার সিগারেট ধরাই
যাচ্ছি ঘরে,যেখানে কেউ নেই
হায়,জীবন আমার।এইভাবেই চলবে জীবন ।
কোয়েল তালুকদার
১৯/১০/২০১৬
উত্তরা,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন