সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

অন্ধকার

ছোটোবেলায় অন্ধকার দেখে খুব ভয় পেতাম।খেলা শেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতো। অন্ধকার ছেয়ে পড়তো প্রান্তর জুড়ে।তখন ভয়ে দৌড়ে দৌড়ে বাড়ী চলে আসতাম।বাড়ীতে এসেই দেখতাম আলো। লন্ঠন জ্বলছে ঘরে।তারপরেও ভয়ে কাঁপতাম।মাকে জরিয়ে ধরতাম।মা বকুনী দিলেও মনে হতো - এখানে আলো আছে।উষ্ণতা আছে।আলিঙ্গন আছে।একলা হয়ে যাবার কোনো ভয় নেই আর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন