মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

মাধবীলতা

চারুদত্ত আধারকারের প্রেম বঞ্চনার কথা কে না জানে।সুনন্দা ছিলো হৃদয়হীনা এক নারী।ভাগ্য ভালো সুনন্দার, ও বদরুইলার হাতে পড়ে নাই।নইলে ওকে চাপাতি দিয়া কোবাইতো।আবার মেমসাহেব ছিলো আরেক বেকুব মেয়ে। এইভাবে কেউ কোনোদিন গোলার মুখে যেয়ে নিজের জীবন আত্মাহুতি দেয় ? ক্লাসে আহমদ শরীফ স্যার, শ্রীকান্তকে 'হারামজাদা' বলিয়া গালি দিতো এই জন্য যে- কান্ত যখন বলে, 'ছোট প্রেম শুধু কাছেই টানে না,ইহা দূরেও সরিয়ে দেয়'।পারুই ভালো ছিলো,বুইড়াকে বিয়ে করে হলেও দেইব্বারে একটা উচিৎ শিক্ষা দিয়েছিলো।

সবচেয়ে ভালো  লাগে সমরেশ মজুমদারের মাধবীলতাকে। চলতি পথে কোনো এক সুনন্দার সাথে হঠাৎ দেখা হওয়ার কথা একসময় খুব ভাবতাম।কিংবা লাবণ্যের মতো  রুচিশীল কোনো মেয়েকে। কিন্তু মাধবীলতা ! আহা মাধবীলতা! তুমি কেবল অনিমেষদের স্বপ্নই দেখাও।মাধবীলতার মতো স্বপ্নের মেয়ে আর আধারকারের মতো গা্ঁধার, দূটোরই এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন