রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

একদিন দুপুরে

একদিন দুপুরে বাড়ীতে একাকী শুয়ে আছি।রোদ্র্রের তপ্ততায় ঘরের চালের টিন ঝা্ঁঝা্ঁ করছে।চোখ বন্ধ করে আছি। হঠাৎ মনে হলো এই খর দুপুরে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।দেখলাম- তুমি আঙ্গিনার উঠোনে বৃষ্টিতে ভিজছো।তোমার চোখে মেঘলা আকাশের মায়া। চুল থেকে ঝরছে বিন্দু বিন্দু জল,শাড়ীর আ্ঁচল তোমার জল কাদায় ছু্ঁঁয়ে যাচ্ছে। বিমুগ্ধ চোখ খুলে দেখতে পাই,এতো বৃষ্টি নয়,তুমি এই অলস দুপুরের প্রান্তবেলায় অপেক্ষা করছো আমার জন্য, চেয়ে আছো দূর পথের দিকে,যে পথ দিয়ে আমি ফিরে আসি ঘরে। কিন্তু আমার হাতে কোনো ফুল নেই,মালা নেই যা তোমাকে দিবো। মন খারাপ করতে না করতেই আমি  বিছানা থেকে উঠে বসি, শরীরটা আরমোরা করে উঠে দাড়াই। ড্রেসিং টেবিলের আয়নায় যেয়ে মুখ দেখি, সেখানে নিজের মুখ ছাড়া অন্য কারোর প্রতিচ্ছায়া দেখতে পাইনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন