রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

রূপান্তরের প্রতি

এই প্রেমকে কি তুমি প্রেম বলবে 
যে প্রেমে থাকেনা কোনো নীলাভ চোখের দেব পরুষ
যে প্রেমে নেই সফেদ বারিধারা
যে নৌকায় মাস্তল নেই,সে কি করে ফেলবে নোঙ্গর।

নুরীতে নুরী ঘষে আগুন জ্বলে
পাথরে পাথরে প্রেম হয়
যে প্রেমে আগুন থাকে জল থাকেনা
সেখানে জলও ঝরেনা আগূনও জ্বলেনা।

মাংসে আর মাংসে দীক্ষা মেলেনা
লবঙ্গের সাথে লবঙ্গ 
মরিচের সাথে মরিচ
সাথে দারুচিনি এলাচ থাকা চাই।

হে যৌবনবতী রমণীরা তোমরা শুদ্ধ হও
দেহকে বিদ্ধ করো দ্রাক্ষে
ফলোজ করো ফলবতী শরীর
তবেই ভ্রুণ পাবে পূর্ণতা,পুণ্যবাণ হবে তোমাদের প্রেম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন