শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

আর কতো মৃত্যু দেখবে মানুষ

মানুষ মরে পড়ে থাকে রাস্তার উপর
পাশ দিয়ে দ্রুত বেগে গাড়ীগুলো চলে যায় ধেয়ে
কর্কশ হর্ণ বাজে ক্রন্দনের শব্দে
শেষ চাহনীতে তার দেখা হলো না প্রিয়জনের অশ্রুবিন্দু
তার চোখ চেয়ে দেখেছে কেবল মৌন নীল আকাশ।

মানুষ মরে পড়ে থাকে রেস্তোরায় নীল নীল আলোর দীপাবলীতে
রক্তে ভেসে যায় সুগন্ধি মাখা জামা,টি-সার্ট,ট্রাউজার্স
এমন মৃত্যু দেখেনি হিরোসিমার মানুষ
 মিলানের মানুষদের কর্মচাঞ্চলতা সেদিন কি থেমে গিয়েছিলো আপিসে ?
তর তর করে রক্ত গড়ে গেছে আর্টিজানের মেজে ভেসে  লেকের জলে
প্রাণহীন চোখের অশ্রুজল দেখতে পায়নি কোনো কন্যাী জায়া জননী।

মানুষ মরে পড়ে থাকে মশুলে
মানুষ মরে পড়ে থাকে আলেপ্পোতে
মানুষ মরে পড়ে থাকে আরব সাগরে
মানুষ মরে ভাসছে আটলান্টিকে
আর কতো মৃত্যু দেখবে মানুষ
আর কতো রক্ত ঝরলে শুদ্ধ হবে ধর্ম
আর কতো লাশের স্তুপ দেখলে আধিপত্য শান্ত হবে।

কোন্ সভ্যতায় বসবাস করছে মানুষ
কোন্ পাপ পুণ্যের জন্য এতো গোলা,এতো রাইফেল, গ্রেনেড আর শাণিত তরবারি
আমরা মৃত্যু চাইনা,আমরা শান্তি চাই.
করজোড় তোমাদের কাছে, বন্ধ করো সব হত্যা,গণহত্যা, সব রক্তপাত !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন