শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আবেগ যখন আহত হয়

আমি সরাসরি আওয়ামী লীগ করি না। আমি এর সদস্যও নই। কিন্তু আমার চৌদ্দ গোস্ঠী আওয়ামী লীগ করে।এই দলটির সাথে মুক্তিযুদ্ধের আবেগ জড়িত।এর অনেক কিছুতে আমিও আবেগ আপ্লুত হয়ে যাই।কাল সকালে যখন শুনলাম,ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন,তখন শুনে খুশীই লাগলো।ওবায়দুল কাদের আমাদের সময়েই একজন তুখোর ছাত্রনেতা ছিলেন।বিশ্ববিদ্যালয়ের বটতলায় তার কাব্যময়ী বক্কৃতা শুনতে ভালো লাগতো।
কিন্তু সময় যতো গড়িয়ে যাচ্ছে ততোই মনটা বিষাদে ভরে উঠছে।আমিতো এই দল করিনা তবে কেনই আমার এ হাহাকার ! ঐ যে আবেগের কথা।সৈয়দ আশরাফ আমার আবেগ।আবেগ যখন আহত হয়,তখন অন্তরাত্মা কে্ঁদে ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন