রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

সে এক মায়ার টান

হেমন্ত এলেই কার্তিকের নবান্নের গন্ধ আর পাকা ধানের সুবাসে মাতাল করা গ্রামের কথা মনে হয় । যে গ্রামের মমতা আমি পিছনে ফেলে রেখে এসেছি বহু বছর আগে,সেই গ্রাম আমাকে হাতছানি দিয়ে ডাকে।এ এক মায়ার টান। গ্রামের ষে বাড়ীতে জন্ম নিয়েছিলাম,সেই বাড়ীতেই শেষ নিঃশ্বাস ফেলতে মন চায়। শুয়েও পড়তে চাই ঐ মাটির নীচে।যেখানে দূর্বাঘাসে ঝরে পড়বে ভোরের শিশির, যেখানে ঝিরিঝিরি বৃষ্টি ঝরবে শ্রাবণ সন্ধ্যায়, যেখানে জোনাকীরা জ্বলবে, যেখানে পূর্নিমায় ভাসবে আকাশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন