শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ওরা ১১ জন

ওরা ১১ জন চলচ্চিত্রটি প্রথম দেখেছিলাম ১৯৭২ সালে টাংগাইল শহরে রূপবানী সিনেমা হলে।ছবিটি দেখতে যেয়ে দেখি,হলের সামনে উপচে পড়া ভীড়,লোকে লোকারণ্য।এতো মানুষ দেখে মনে হয়েছিলো- এরা জীবনে কখনো মুক্তিযুদ্ধ দেখেনি। হ্যা্ঁ, যারা কখনো মুক্তিযুদ্ধ দেখেনি,তাদের বারে বারে ফিরে যেতেই হবে এই 'ওরা ১১ জন' চলচ্চিত্রটির কাছে।আর এই মহান সিনেমাটি যিনি বানিয়েছিলেন,তিনি হচ্ছেন- চাষী নজরুল ইসলাম।আজ তার ৭৫তম জন্ম জয়ন্তী।তিনি আর আমাদের মাঝে নেই কিন্তু তার অমর কীর্তি তাকে অমর করে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন