মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

কৃষ্ণ-গহবর

 অমানিশার অন্ধকার রাতে মনে হয় যেন দূরে কোথাও চরাচরের দিকে হেটে চলে যাই। জীবনটাকে মিলিয়ে দিতে মন চায় দূরের কোনো আকাশে। আমি চাই- আমার গ্লানি আমার ক্লেদ এবং জীবনের কদর্যগুলি অন্ধকারের ভিতর লু্প্ত হয়ে যাক।পথ চলতে যেয়ে দেখি- কোথাও ঝি্ঁঝি্ঁ পোকাদের গান নেই।কোথাও জোনাকীদের আলো নেই।দূর নদীতে জল কোলাহলের শব্দ নেই।কোন্ অন্ধকারের অতলতল থেকে কে যেনো দীর্ঘশ্বাস ফেলছে। কে যেনো কা্ঁদছে হুহু করে।আমি কি এই তমসাকে সরিয়ে খু্ঁজে বেড়াচ্ছি কোনো আলো ? নাকি জীবনকে বিলুপ্ত করবার জন্য কোনো কৃষ্ণ-গহবর !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন