মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

কথা রাখলোনা অরুণা

কলেজে পড়ার সময় একদিন লাস্ট বেঞ্চে বসে কাঠ পেনসিল দিয়ে শিক্ষিকার শরীরের বা্ঁক আর ভাজগুলো আ্ঁকছিলাম খাতার পাতায়। সেই ছবি আ্ঁকা দেখে ফেলেছিলো পাশে বসা একটি মেয়ে। শিক্ষিকার দৈহিক অন্তঃঅঙ্গের মিল খুঁজতে যেয়ে শ্রেণীর ঐ মেয়েটির মনের মধ্যে মিল খু্ঁজে পেলাম। প্রেম করার সাধ হলো দু'জনেরই। কিন্তু একটা শর্ত জুড়ে দিলো মেয়েটি।সে জানালো, যদি কোনোদিন আমি মেসের জীবন ত্যাগ করে বাসা ভাড়া করে থাকতে পারি তাহলেই সে ভেবে দেখবে। তখনো সংসার কি জিনিস আমি জানিনা,তারপরেও বাড়ীতে যেয়ে মা'কে পটিয়ে কিছু টাকা নিয়ে আসি। অসম্ভব সব সপ্নের উপর ভর করে মেসের মায়া ত্যাগ করে একদিন জিগাতলার মোড়ে বাসা ভাড়া নেই। কিন্তুু ততদিনে মেয়েটি আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পরের ঘরে চলে যায়। হায়! কথা রাখলোনা অরুণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন